Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ August ২০২৪

মোঃ শওকত আলী খান এর জীবন বৃত্তান্ত

মোঃ শওকত আলী খান

ব্যবস্থাপনা পরিচালক

 

মোঃ শওকত আলী খান, ১০ মে, ২০২৩ তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংকে (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেন।

তিনি ১৯৯৮ সালে রূপালী ব্যাংক লিমিটেডের একজন সিনিয়র অফিসার হিসাবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তার পুরো কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যাংকিং সেক্টর যেমন- প্রশাসন, এসএমই, বিভিন্ন শিল্প/কৃষি/গ্রামীণ ঋণ, CAMLCO, CFO, CRO, বৈদেশিক বাণিজ্য/রেমিটেন্স, আইসিটি, অনলাইন/মোবাইল ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং ইত্যাদিতে দায়িত্ব পালন করেছেন।

সরকারি কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ ঋণ নীতিমালা প্রণয়নের জন্য 'ওয়ার্কিং কমিটির' সদস্য হিসেবে অর্থ মন্ত্রণালয় তাকে পুরস্কৃত করেছে।  তিনি এপিএ এর লক্ষ্য অর্জন, জাতীয় সততা কৌশল বাস্তবায়ন, BACH, RTGS, ই-ফাইল, লাভের সর্বোচ্চকরণ, ঋণ পুনরুদ্ধার খাত ইত্যাদিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।