জেক্রেবি-৮৯২ঃ বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদ সভায় স্বয়ংসম্পূর্ণ, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট তথ্যাদিসহ প্রস্তাব উপস্থাপনের নিমিত্ত মহাব্যবস্থাপক/হেড অব আইসিসি কর্তৃক উত্থাপিত ত্রুটি বিচ্যুতি/অসংগতি ও আপত্তিসমূহ নিষ্পত্তি ও সংশোধনের পাশাপাশি ঋণ মঞ্জুরী/প্রস্তাবের জন্য পরিপালনযোগ্য সকল বিষয়াদি যথাযথভাবে পরিপালন প্রসঙ্গে।