Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ সেপ্টেম্বর ২০২৪

বিকেবি বাংলা QR

 

 

প্রযুক্তি নির্ভর অর্থ্যাৎ ডিজিটাল মাধ্যমে পেমেন্ট/লেনদেনের গতি ত্বরান্বিত হচ্ছে। নগদ লেনদেনের ব্যবহার হ্রাস পাচ্ছে এবং ক্যাশলেস লেনদেন সম্প্রারিত হচ্ছে, কেননা এটি  নিরাপদ আর সময় সাশ্রয়ী।নগদ  লেনদেন নিরুৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হয়েছে নতুন পেমেন্ট সিস্টেম বাংলা কিউআর' বা Bangla QR প্রযুক্তি।

 

 

কিউআর এর পূর্ণ অর্থ কুইক রেসপন্স কোড। আমাদের দেশের বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ইতোমধ্যে নিজস্ব কিউআর কোড ব্যবহারের মাধ্যমে দ্রুত পেমেন্টের সুবিধা দিয়ে আসছে। প্রায় প্রতিটি ব্যাংক এমএফএস সেবা দোকানে বা আউটলেটে পেমেন্টের ক্ষেত্রে নিজস্ব কিউআর ব্যবহার করে। ক্রেতাদের সুবিধার লক্ষ্যে এই বিভিন্ন কিউআর কোডের ব্যবহারকে একটি সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে Bangla QR এতে করে ভিন্ন ভিন্ন ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জন্য আলাদা কিউআর ব্যবহার না করে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে সকল প্রকার লেনদেন করা যাবে।

বাংলা কিউআর (QR) কোড কী?

বাংলা কিউআর একটি কিউআর কোড পেমেন্ট সিস্টেম। অর্থাৎ বাংলা কিউআর এর কিউআর কোড স্ক্যান করে ক্রেতা সহজেই পছন্দের ডিজিটাল পেমেন্ট সেবা থেকে পেমেন্ট করে দিতে পারবেন। ফলে একটি মাত্র প্ল্যাটফর্মেই যে কেউ পেমেন্ট গ্রহণ বা প্রদান করতে পারবেন।

 

কিউআর কোড Based লেনদেনের সাথে সংশ্লিষ্ট পক্ষঃ

ক) এ্যাকোয়ারার- ব্যাংক/এমএমএস/পিএসপি/পিএসও যারা ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে, মার্চেন্ট আইডি বরাদ্দ করে, মার্চেন্ট রেকর্ড/অ্যাকাউন্ট পরিচালনা করে এবং মার্চেন্টের জন্য তহবিল নিষ্পত্তি করে। সেইসাথে মার্চেন্টের জন্য অ্যাপ্লিকেশন সমাধান প্রদান করে QR কোড প্রদানের সুবিধা দেয়।

খ) ইস্যুয়ার- যে প্রতিষ্ঠানগুলি তার গ্রাহককে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে QR পেমেন্ট প্রদানের সুবিধা দেয় ।

গ) গ্রাহক- একটি সত্তা যিনি Issuer এর সাথে অ্যাকাউন্ট পরিচালনা করেন (কারেন্ট/সেভিংস অ্যাকাউন্ট, ডেবিট/ক্রেডিট/প্রিপেইড কার্ড, এমএফএস অ্যাকাউন্ট, ই-ওয়ালেট অ্যাকাউন্ট ইত্যাদি)

ঘ) মার্চেন্ট- পণ্য এবং পরিষেবা বিক্রির ব্যবসায় নিযুক্ত একটি সত্তা যিনি Acquirer এর সহায়তায় ইলেকট্রনিক পেমেন্ট গ্রহণ করেন।

 

বাংলা কিউআর কোড Based লেনদেনের সুবিধা:

 

গ্রাহকঃ

  • দ্রুত ও সহজে স্মার্টফোন ব্যবহার করে পছন্দ মত প্ল্যাটফর্ম (যেমনঃ Sonali e-wallet, Bkash, Rocket, Cell- Fin ইত্যাদি) হতে ডিজিটাল পেমেন্ট করা যাবে;
  • নিরাপদ পেমেন্ট;
  • নগদ টাকা ছাড়াই লেনদেন;
  • গ্রাহককে বাড়তি কোন চার্জ বা খরচ বহন করতে হবে না;
  • যে কোন পরিমাণের পেমেন্ট করা সম্ভব হবে।

 মার্চেন্টঃ

  • কোন খরচ ছাড়াই খুব সহজে ডিজিটাল পেমেন্ট সিস্টেম অংশগ্রহণ করতে পারবে।
  • সকল ডিজিটাল পেমেন্ট সার্ভিস হতে প্রাপ্ত পেমেন্ট একটি অ্যাকাউন্টে মাধ্যমে হিসাব রাখা এবং গ্রহণ করা যাবে।
  • যে কোন পরিমাণের পেমেন্ট গ্রহণ করা সম্ভব হবে।

এ্যাকোয়ারারঃ

  • কম খরচে অতিদ্রুত মার্চেন্টকে QR Code  প্রদানের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট এর সুবিধা দেওয়া যাবে।
  • ইনফান্ডেড আয় বৃদ্ধি পাবে।
  • মার্চেন্ট পরিচালনা এবং তহবিল নিষ্পত্তি সহজ হবে।